শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত ওই বৃদ্ধের নাম ফজলে রহমান (৬৮)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাটরা গ্রামের মৃত রহমাতুল্লাহ সানার ছেলে।

মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে গত ৪ জানুয়ারী বৃদ্ধ ফজলে রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর দেড়টার দিকে তিনি মারা যান। ভর্তির পর পরই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুমেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। তবে এখনো তার রির্পোট আসেনি।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই ব্যক্তির লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

এ নিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে ৮ জানুয়ারী পর্যন্ত মারা গেছেন অন্ততঃ ১২৮ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২ জন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন