গ্রাম আদালতের মাধ্যমে ফেরত পাওয়া টাকা দিয়ে স্বামীকে একটি ইঞ্জিন ভ্যান কিনে দিয়েছিলেন সাতক্ষীরার তালা উপজেলার হালিমা বেগম। এরপর থেকে ভাগ্য বদলাতে শুরু করে তার পরিবারে। পাল্টে গেছে জীবনের গতিপথ। বর্তমানে ছেলে, সন্তানকে নিয়ে সুখেই আছেন হালিমা। এই সবকিছু সম্ভব হয়েছে গ্রাম আদালতের জন্য। এমনটাই বলছিলেন হালিমা।
তালা উপজেলার মাগুরা ইউনিয়নের ফলেয়া গ্রামের আব্দুল হাকিম মোড়লের স্ত্রী হালিমা আরও জানান, গ্রাম আদালতের মাধ্যমেই নিজের জীবনের গতিপথ ফিরে এসেছে। তিনি প্রায় ৭ বছর আগে একই গ্রামের এক ব্যক্তির কাছে পঁচিশ হাজার টাকা ধার দিয়েছিল।
সেই ধারের টাকাটা অবশেষে গ্রাম আদালতের মাধ্যমে ফেরৎ পেতে হয়েছে। ২০১৯ সালের ২৩শে নভেম্বর মাগুরা ইউনিয়নের চেয়ারম্যান গনেশ দেবনাথ এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বরদের নিয়ে গ্রাম আদালত বসিয়ে তার টাকা ফেরত দেওয়া হয়।এরপর সেই টাকা দিয়ে তিনি তার স্বামীর জন্য একটি ইজ্ঞিন ভ্যান কিনেছিলেন।
মাগুরা গ্রাম আদালতের সহকারী ডলি আক্তার জানান, প্রায় ৫ মাস আগে আমাদের গ্রাম আদালতের মাধ্যমে তার টাকাটা ফেরৎ দেওয়া হয়। হালিমা বেগম ছাড়াও আরো অনেক অসহায়,দরিদ্র,ভুক্তভোগী পরিবারকে গ্রাম আদালতের মাধ্যমে আমরা সহযোগীতা দিয়ে আসছি।
খুলনা গেজেট / এনআইআর