বাগেরহাটের মোংলায় একজন ইউপি সদস্যের অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ প্রকাশের পর তোলপাড় শুরু হয়েছে। শনিবার সংবাদ সম্মেলনে নিজের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের ব্যাখা দিয়েছেন ইউপি সদস্য এম নুরুল আমীন শেখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ইউপি সদস্য হিসেবে দায়িত্ব গ্রহনের পর এলাকায় বাসিন্দাদের সৌর বিদ্যুতের ব্যবস্থাসহ রাস্তা-ঘাট বির্নিমানে সরকারের উন্নয়নের ধারাবহিকতা ধরে রাখতে সার্বিকভাবে সহযোগিতা করছি। বিধবা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধি, মাতৃত্বকালীন ভাতাসহ সকল প্রকার কার্ড স্বচ্ছভাবে বন্টন করেছি। সরকারি ঘর বরাদ্ধসহ প্রাকৃতিক দূর্যোগ ও করোনাকালীন সরকারি-বেসরকারি ত্রান এবং অর্থ সহায়তা প্রদানের এ ক্ষেত্রে ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আ’লীগ দলীয় নেতাকর্মী এবং গন্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সমন্বয় করে বন্টন করেছি। তার সরলতার সুযোগ নিয়ে ষড়যন্ত্রকারীরা নানান অপপ্রচার ছড়াচ্ছে বলে পাল্টা অভিযোগ করেছেন তিনি। এ সংবাদ সম্মেলনে সুন্দরবন ইউপি চেয়ারম্যান শেখ কবির উদ্দিনসহ স্থানীয় গ্রামবাসী উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এআইএন