জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বাগেরহাটের বিভিন্ন পুকুর, নদী, খাল ও বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় বাগেরহাট সদর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
এসময় বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার শাফিন মাহমুদ, জেলা মৎস্য কর্মকর্তা ড. খালিদ কনক, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. লুৎফর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ মুছাবরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোঃ ফিরোজুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীণ, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনসারীসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্তিত ছিলেন।
মৎস্য সপ্তাহ উপলক্ষে বাগেরহাট জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পুকুর, নদী, খাল ও বিলে মৎস্য পোনা অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা ড. খালিদ কনক।
খুলনা গেজেট/এনএম