সাতক্ষীরায় অতিথি পাখি শিকারকালে দুই শিকারীকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১৬ ডিসেম্বর) রাত ১১ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের জোড়দিয়া এলাকা থেকে তাদের কে আটক করা হয়।
আটককৃতারা হলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের সেতপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে আজমল হুদা (৩৫) ও শ্যামনগর উপজেলার পাতাখালী গ্রামের হায়দার আলীর ছেলে রফিকুল ইসলাম (২৬)।
সাতক্ষীরা সদর সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের জোড়দিয়া এলাকায় অভিযান পরিচালনা করে পাখি শিকাররত অবস্থায় আজমল হুদা ও রফিকুল ইসলামকে আটক করা হয়।
এসময় গুলিবিদ্ধ ২০টি পাখি, একটি রাইফেল ও একটি মটরসাইকেল জব্দ করে ভ্রাম্যমান আদালত। আটককৃতদের রাতেই সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। এঘটনায় তাদের বিরুদ্ধে সদর থানাকে একটি নিয়মিত মামলা করার নির্দেশনাও দেওয়া হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, এঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক পাখি শিকারীদেরকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।