শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

কেশবপুরে নসিমন উল্টে চালক নিহত

কেশবপুর প্রতিনিধি

যশোর-চুকনগর সড়কের মঙ্গলকোট বাজার সংলগ্ন এলাকায় রবিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৩৮) নামে এক নসিমন চালক নিহত হয়েছে। সে মঙ্গলকোট উত্তপাড়া গ্রামের আফসার ফকিরের ছেলে। চুকনগর হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম নসিমন চালিয়ে চুকনগর থেকে মঙ্গলকোট আসছিল। রবিবার বিকেলে মঙ্গলকোট থেকে প্রায় ৫০০ গজ দূরে নসিমন উল্টে চাপা পড়ে সে মারা যায়। চুকনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনর্চাজ রেজাউল করিম বলেন, সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত হয়েছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন