শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২
হত্যার ভয় দেখিয়ে ভ্যানগাড়ি ছিনতাই

মণিরামপুরে অসহায় রাকিবকে ব্যাটারি ভ্যান প্রদান

মণিরামপুর প্রতিনিধি

সংসারের অভাব ঘোচাতে মাত্র ১২ বছর বয়সেই ভ্যান নিয়ে রাস্তায় নেমে পড়েন মণিরামপুরের রাকিব হোসেন। কিন্তু সেখানেও বিধিবাম। সম্প্রতি ৪ জন অপরিচিত ব্যক্তি মণিরামপুর থেকে চুকনগরে যাবার কথা বলে ৪শ’ টাকায় ভাড়া করে রাকিবের ব্যাটারি চালিত ভ্যান। চুকনগরে নিয়ে রাকিবকে হত্যার ভয় দেখিয়ে তার ভ্যানটি ছিনতাই করে নেয় ওই চার দুর্বৃত্ত।

ফলে উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যানটি হারিয়ে চরম অসহায় অবস্থায় দিনাতিপাত করতে থাকে রাকিবের পরিবার। রাকিব হোসেন উপজেলার ভরতপুর গ্রামের মিজানুর রহমানের পুত্র।

এক পর্যায় বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানার পর ‘হৃদয়ে মণিরামপুর’ নামক গ্রুপের সদস্যরা রাকিবের পরিবারকে সহযোগীতা করতে তৎপর হন। এরই অংশ হিসেবে ওই গ্রুপের পক্ষ থেকে শনিবার বিকেলে মণিরামপুর প্রেসক্লাব চত্ত্বরে ৪৫ হাজার টাকা মূল্যের ব্যাটারি চালিত একটি ভ্যান রাকিবকে প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন হৃদয় মণিরামপুর গ্রুপের আসাদুজ্জামান মিন্টু, শামছুজ্জামান, প্রভাষক মুস্তাহিদুর রহমান চঞ্চল, জাফর হোসেন, সোহেল প্রমুখ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন