মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতার জট খুলছে। তথ্যগত ভুলের কারণে যেসব শিক্ষক এতদিন ঈদ বা নববর্ষের উৎসব ভাতা পাননি, তাদের দ্রুত বকেয়া বিল সাবমিট করার নির্দেশনা দিয়েছে মাউশি।
শনিবার (৩১ জানুয়ারি) অধিপ্তরের ইএমআইএস সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, স্কুল ও কলেজের এমপিও প্রদান প্রক্রিয়া ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে চালু হওয়ার পর অনেক শিক্ষকের ব্যক্তিগত তথ্যে ভুল ধরা পড়ে। ফলে তারা প্রাপ্য উৎসব ভাতা থেকে বঞ্চিত হন।
বর্তমানে ইএমআইএস পোর্টালে এই বকেয়া বিল দাখিলের জন্য ‘ইএফটি বিল সাবমিট’ অপশনটি পুনরায় সচল করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষকদের জরুরি ভিত্তিতে এই অপশন ব্যবহার করে বিল জমা দিতে বলা হয়েছে।
মাউশির ইএমআইএস সেলের এক কর্মকর্তা জানান, কেবল উৎসব ভাতাই নয়, ইএফটি জটিলতায় যাদের এক বা একাধিক মাসের মূল বেতন (এমপিও) বকেয়া রয়েছে, তারাও এখন আবেদন করতে পারবেন।
তবে এ ক্ষেত্রে শিক্ষকদের মাসভিত্তিক আলাদা আলাদা বকেয়া বিল সাবমিট করতে হবে। তথ্য যাচাই-বাছাই শেষে দ্রুততম সময়ের মধ্যে এই অর্থ শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়া হবে বলে জানানো হয়েছে।
খুলনা গেজেট/এএজে



