বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

গেজেট প্রতিবেদন

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় আগামী কয়েক দিনে দেশের কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও পরবর্তী ৫ দিনের আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা জানানো হয়।

সিনপটিক অবস্থা অনুযায়ী, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে।

প্রথম দিন ২৮ জানুয়ারি সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে রংপুর বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

দ্বিতীয় দিন ২৯ জানুয়ারি আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং কুয়াশা হালকা থেকে মাঝারি হতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

তৃতীয় দিন ৩০ জানুয়ারি সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই দিনে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

চতুর্থ দিন ৩১ জানুয়ারি আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।

পঞ্চম দিন ১ ফেব্রুয়ারি আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন