শনিবার । ২৪শে জানুয়ারি, ২০২৬ । ১০ই মাঘ, ১৪৩২

ভোমরা দিয়ে ফের চাল আমদানি শুরু, দুই দিনে এসেছে ১৪৪৭ মেট্রিক টন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

টানা এক মাস ২০দিন বন্ধ থাকার পর ফের সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। গত বুধবার আমদানি শুরু হওয়ার পর গত দুই দিনে এই বন্দর দিয়ে ৩৬ গাড়িতে ১৪৪৭ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। সব শেষ গত বছর ৩০ নভেম্বর এই বন্দর দিয়ে চাল আমদানি হয়েছিল। বন্দরে আবারও চাল আমদানি শুরু হওয়ায় শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।

এদিকে গত এক সপ্তাহের ব্যবধানে সাতক্ষীরার বাজারে প্রায় সব ধরনের চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে। সরবরাহ কম হওয়ায় দাম বেড়েছে বলে জানান শহরের সুলতানপুর বড় বাজারের চাল ব্যবসায়ীরা। ভারত থেকে আমদানি শুরু হওয়ায় বাজারে সরবরাহ বাড়লের আবার দাম কমে যাবে।

সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারের চাল ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম জানান, “দেশে সরকারি খাদ্য গুদামে চাল ক্রয়ের তারিখ কমিয়ে ১৫ জানুয়ারি করা হয়। এজন্য তালিকাভুক্ত মিলাররা জেলার সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহ করায় ব্যস্ত হয়ে উঠেন। এজন্য হঠাৎ করে বাজারে সরবরাহ কমে যাওয়ার কারণে চালের দাম কেজিতে ২/৩ টাকা বেড়ে যায়। সরবরাহ বাড়লে দাম আবার কমে যাবে।”

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আবু মুসা জানান, “দেশের বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের নির্দেশে গত ১৮ জানুয়ারি দেশের ২৩২ জন আমদানিকারক প্রতিষ্ঠানকে ২ লাখ টন চাল আমদানি করার অনুমতি দেওয়া হয়। এর পর সংশ্লিষ্ট দফতর থেকে অনুমতি পাওয়ার পর আমদানিকারকরা তাদের এলসি খোলেন।

বন্দরের ব্যবসায়ীরা জানান, এলসির কপি পাওয়ার পর বুধবার দুপুর থেকে ভোমরা বন্দরে চাল আমদানি শুরু হয়। প্রথমদিন ৫ গাড়িতে ৩৬৭ মেট্রিক টন চাল ভোমরা বন্দরে ঢোকে। পরের দিন আরও ৩১ গাড়িতে চাল আসে ১০৮০ মেট্রিক টন। আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স ইসমাইল হোসেন, সরদার এ্যালুমিনিয়াম ষ্টোর, হানেফ এন্টারপ্রাইজ, ইসলামপুর রাইচ মিল, রেজাউল এন্ড সন্স এবং জাহাঙ্গীর হোসেন দুই দিনে ৩৬ গাড়িতে মোট ১৪৪৭ মেট্রিক টন চাল আমদানি করেন। ধীরে ধীরে চাল আমদানির পরিমাণ বেড়ে যাওয়ায় দেশের বাজারে চালের দামও কমে আসবে। বর্তমানে যে দামে চাল বিক্রি হচ্ছে, ভারতীয় চাল আসার পর কেজিতে ৪-৫ টাকা কমবে বলে আশা করা যায়।

ভোমরা স্থলবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, গত দুইদিনে ভোমরা বন্দর দিয়ে ৩৬ গাড়িতে ১৪৪৭ মেট্রিক টন চাল আমদানি হয়েছিল। গত বছর ১৫ এপ্রিল এ বন্দর দিয়ে সর্বশেষ চাল আমদানি হয়েছিল। পরে ১৯ আগষ্ট থেকে এই বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয় এবং ৩০ নভেম্বর পর্যন্ত ৫ হাজার ৮৪৭ গাড়িতে দুই লাখ ৩৫ হাজার ৪২২ দশমিক ৩৩১ মেট্রিক টন চাল বাংলাদেশে ঢোকে। দেশের শীর্ষ ১১৭টি চাল আমদানিকারক প্রতিষ্ঠান চাল আমদানিতে এই বন্দর ব্যবহার করে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন