শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

কালিগঞ্জে হতদরিদ্র ২৫ মাঝির মধ্যে নৌকা বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি

‌’মুজিব শত বর্ষের অঙ্গিকার, স্বাবলম্বী বাংলাদেশ, শত নৌকায় কর্ম উদ্দীপনা’ এই শ্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে সাতক্ষীরায় হতদরিদ্র ২৫ জন মাঝির মাঝে নৌকা, লুঙ্গি, গামছা ও গেঞ্জি বিতরণ করেছে বিজিবি। শ্যামনগরের নীলডুমুর বিজিবি ১৭ ব্যাটেলিয়নের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে কালিগঞ্জ উপজেলার খানজিয়া বিওপি সংলগ্ন ইছামতি নদীর তীরে এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌকা ও বস্ত্র বিতরণ করেন বিজিবি খুলনা বিভাগীয় সেক্টর কমান্ডার কর্ণেল আরশাদুজ্জামান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম মহিউদ্দীন খন্দকার, বিজিবি নীলডুমুর অধিনায়ক লেঃ কর্ণেল এ এইচ এম ইয়াছিন চৌধুরী, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়াম্যান সাঈদ মেহেদী, কালিগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন প্রমুখ।

প্রধনি অতিথি এ সময় বলেন, মুজিব শত বর্ষ উপলক্ষে সীমান্ত এলাকায় মাদকমুক্ত সমাজ গঠনে বিকল্প কর্মস্থান সৃষ্টির লক্ষ্যে হত দরিদ্র মাঝিদের মাঝে নৌকাসহ এ সব বস্ত্র সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীতে এই ধারা চলমান থাকবে বলে তিনি জানান।

 

খুলনা গেজেট/এনএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন