Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

তালায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান

তালা প্রতিনিধি

উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার মানবাধিকার রক্ষা ও সহায়তার মাধ্যমে দলিত ও সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্ঠীর দারিদ্র বিমোচন ও বিদ্যমান বৈষম্য লাঘব প্রকল্পের আওতায় সাতক্ষীরার তালায় “ট্রেনিং অন স্মল বিজনেস; ইনিশিয়েটিভ” শীর্ষক একটি প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। বিনেফিশারী দশ জন ক্ষুদ্র ব্যবসায়ী প্রত্যেককে চার হাজার টাকা করে প্রদান করা হয়।

তালার মেলা বাজারস্থ জামিলা ভিলায় বৃহস্পতিবার বেলা ১১টায় নাগরিক উদ্যোগ ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর সহযোগীতায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ সভাটির আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক মারুফা আক্তার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রানী দাস ।উপস্থিত ছিলেন উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার সদয়, অশোক প্রমূখ । প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করেন উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার কমিউনিটি অর্গানাইজার জুয়েল সরকার।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন