বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

নিজস্ব প্রতি‌বেদক, নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় মো. বাদল মোল্যা (১৪) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কালডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী।

নিহত মো. বাদল মোল্যা কালডাঙ্গা গ্রামের মিঠু মোল্যার একমাত্র ছেলে। সে স্থানীয় পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বাদল দীর্ঘদিন ধরে পরিবারের কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার দাবি জানিয়ে আসছিল। পরিবারের আর্থিক অস্বচ্ছলতার কারণে তার সেই দাবি পূরণ করা সম্ভব হয়নি। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার মনোমালিন্য চলছিল।

মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে খেলার পর এক পর্যায়ে সে বাড়িতে ফিরে নিজ ঘরে ঢুকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরিবারের লোকজন তাকে খুঁজে না পেয়ে ঘরে গিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরে তাকে দ্রুত নামিয়ে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ওই দিন রাতেই মরদেহটি হেফাজতে নেয়।

কালিয়া থানার ওসি ইদ্রিস আলী জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন