বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

কুয়েট শিক্ষার্থী রেজওয়ানুল হকের জানাজা সম্পন্ন

গেজেট প্রতিবেদন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. রেজওয়ানুল হকের জানাজা মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।

জানাজায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাকসুদ হেলালীসহ বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, পরিচালক (ছাত্র কল্যাণ), বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

জানাজা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এ সময় মো. রেজওয়ানুল হকের অকাল ও আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী।

উল্লেখ্য, সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টায় মো. রেজওয়ানুল হক ইন্তেকাল করেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে (মঙ্গলবার) কুয়েটের সকল একাডেমিক কার্যক্রম স্থগিত রাখা হয়। জানাজা শেষে মরহুমের মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন