বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

দাকোপের যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাজুয়া প্রতিনিধি

খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নের বানিশান্তা বাজারের৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দাকোপ থানা পুলিশ।

নিহত যুবকের নাম রাজু হাওলাদার (৩২)। তিনি ওই এলাকার মৃত শাহা আলম হাওলাদারের তিনি। রাজু হাওলাদার বানিশান্তা ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ১৩ জানুয়ারি দুপুরে রাজু হাওলাদারের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় দীর্ঘ সময় সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা তার গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ দেখতে পান। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে পরিবারের সদস্যদের ভাষ্যমতে, সাংসারিক কলহ ও পারিবারিক সমস্যার কারণে রাজু হাওলাদার আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালাচ্ছে।

দাকোপ থানা পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন