বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

সরকার আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে : টিআইবি

গেজেট প্রতিবেদন

সরকার আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে বলে অভিযোগ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান । সোমবার (১২ জানুয়ারি) সকালে ধানমন্ডির মাইডাস সেন্টার টিআইবির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ড. ইফতেখারুজ্জামান এ অভিযোগ করেন।

তিনি বলেন, সরকার কেন নতি স্বীকার করল, তার বড় কারণ উপদেষ্টা পরিষদের তুলনায় আমলাতন্ত্র ক্ষমতাবান। এখানে তাদের গোষ্ঠীস্বার্থ বা রাজনৈতিক স্বার্থের প্রতিফলন হয়।আমলাতন্ত্রের একাংশ বেশি শক্তিশালী উপদেষ্টাদের থেকে।

তিনি আরও বলেন, দুদক সংস্কার কমিশনে আশু করণীয় সরকারের কাছে কোনো গুরুত্ব পায়নি। যতক্ষণ সরকারি আমলাতন্ত্রের একচ্ছত্র কর্তৃত্বে দুদকের পরিপূর্ণ স্বাধীনতার পাশাপাশি উদ্দেশ্যমূলকভাবে বাদ দেওয়া হয়েছে। পুলিশ কমিশন যেভাবে গঠিত হয়েছে, সেটি জুলাই সনদের পরিপন্থি।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন