বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

সরকারি কলেজের শিক্ষকদের পদোন্নতি উপলক্ষ্যে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

সরকারি কলেজের সদ্য পদোন্নতিপ্রাপ্ত অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও পদায়নকৃত অধ্যক্ষ-উপাধ্যক্ষদের সংবর্ধনা এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার দুপুরে সরকারি বিএল কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিসিএস জেনারেল এডুকেশন এসোসিয়েশন, খুলনা জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের আহ্বায়ক ও মাউশির পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের যুগ্ম-আহ্বায়ক প্রফেসর এম এম শহিদুল ইসলাম লিটু, ঢাকা কলেজের প্রফেসর শাহনেওয়াজ পারভীন, ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. মাসুদ রানা খান, বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সাইফুল ইসলাম, সরকারি এম এম সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর মনিরুল ইসলাম সরদার, খুলনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আশরাফ আলী, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী ও বিএল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এফ এম আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের খুলনা জেলা শাখার সভাপতি ও হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফারুখে আযম মুঃ আব্দুস ছালাম।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বরিশাল শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক সাইফুর রহমান হাওলাদার, যশোর সরকারি এম এম কলেজের প্রফেসর ফজলুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শাহিনুর রহমান, সরকারি পাইওনিয়ার মহিলা মহাবিদ্যালয়ের প্রফেসর মো. শামিম হোসেন ও খুলনা সরকারি মহিলা মহাবিদ্যালয়ের প্রফেসর গোপা রায় চৌধুরী।

স্বাগত বক্তৃতা করেন, সংবর্ধনা প্রস্তুতি কমিটির আহ্বায়ক প্রফেসর মো. শাহাদাত হোসেন শেখ।

বক্তারা বলেন, ভিন্নমতের শিক্ষকদের গত ১৭ বছর ধরে বিভিন্নভাবে হয়রানী করা হয়েছে। অনেক আন্দোলন সংগ্রামের ফলশ্রুতিতে দীর্ঘদিন আটকে থাকা পদোন্নতি জটিলতার নিরসন হয়। শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক কাজ সহজ করতে প্রচেষ্টা চলছে বলে কেন্দ্রীয় প্রতিনিধিরা আশ্বাস দেন।

বক্তারা আরও বলেন, ২০২৪’র জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের ফসল হিসেবে শিক্ষা ক্যাডারের বৈষম্য দূর হয়েছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ২৪’র শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন