বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

সুন্দরবনে দুর্ঘটনার শিকার পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

মোংলা প্রতিনিধি

সুন্দরবনের করমজল এলাকায় দুর্ঘটনার শিকার একটি পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের নিরাপদে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌ-পুলিশ। রবিবার (৪ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার ‘Pirates of Sundarban’ নামের একটি পর্যটকবাহী জাহাজ খুলনা থেকে ৪৪ জন পর্যটক নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা করে। পরবর্তীতে গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে একটি বাল্কহেডের ধাক্কায় জাহাজটিতে ছিদ্র সৃষ্টি হয় এবং দ্রুত পানি প্রবেশ করতে শুরু করে। এ সময় জাহাজে থাকা এক পর্যটক বিষয়টি কোস্ট গার্ডকে অবহিত করেন।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া থেকে পৃথক দুটি উদ্ধারকারী দল দ্রুত স্পিডবোটযোগে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে কোস্ট গার্ড ২ জন চীনা নাগরিকসহ নারী ও শিশুসহ মোট ২৪ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করে কোস্ট গার্ড বেইস মোংলায় নিয়ে আসে।

অপরদিকে, নৌ-পুলিশ আরও ২০ জন পর্যটককে উদ্ধার করে।

তিনি আরও বলেন, নৌপথে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন