শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

যশোর ও বাঘারপাড়ায় নির্বাচনে অপ্রীতিকর ঘটনা রুখে দেবার আহবান পুলিশ সুপারের

যশোর প্রতিনিধি

যশোরে নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে পুলিশ সদস্যদের দায়িত্বশীল ও যে কোন অপ্রীতিকর ঘটনা রুখতে সবাইকে সতর্ক থাকতে আহবান জানিয়েছেন যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন। একই সাথে ভোট কেন্দ্রে কোন প্রকার ঝামেলা হতে দেয়া যাবে না এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে বলে তিনি হুশিয়ারি জানিয়েছেন।

যশোর বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন এবং সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন উপলক্ষে বুধবার যশোর পুলিশ লাইন্স মাঠে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় তিনি নির্বাচনে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সালাউদ্দীন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা,) মোহাম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী শেখ (ক-সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের (খ-সার্কেল ), অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ অপু সরোয়ার (সদর), সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান (নাভারণ সার্কেল), ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, কোতয়ালী মডেল থানা, অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা।

খুলনা গেজেট/কেএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন