বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ফল প্রকাশ

গেজেট প্রতিবেদন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনক্রমে এ ফল প্রকাশ করা হয়।

এ বছর পরীক্ষায় গড় পাসের হার ৮৭ দশমিক ০৪ শতাংশ। পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২৪ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় সারা দেশের ৩৪৩টি কেন্দ্রে ৮৭৭টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নসহ মোট ৪ লাখ ৪৩ হাজার ৭২৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রকাশিত ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd এবং result.nu.ac.bd–এ পাওয়া যাবে। শিক্ষার্থীরা নিজ নিজ রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ফল জানতে পারবেন।

তিনি আরও জানান, প্রকাশিত ফলাফলে কোনো ধরনের অসঙ্গতি বা ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন কিংবা প্রয়োজনে সম্পূর্ণ ফলাফল বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন