বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

সাতক্ষীরায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ক্রিকেটার মাহিন ইসলাম আহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন ইয়ং টাইগার্স অনূর্ধ্ব ১৬ ক্রিকেট দলের সদস্য মাহিন ইসলাম (১৬)। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের পল্লীমঙ্গল হাইস্কুলের সামনে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় মাহিন ইসলামের ভগ্নিপতি মোঃ ওয়াইজ হুসাইন ওরফে দিপু বাদী হয়ে সদর থানার একটি অভিযোগ দায়ের করেছেন।

ক্রিকেটার মাহিন ইসলাম সাতক্ষীরা শহরের পাড়া এলাকার নুর ইসলামের ছেলে।

দিপু জানান, মাহিন ইসলাম সাতক্ষীরা ইয়ং টাইগার্স অনুর্দ্ধ ১৮ ক্রিকেট টুনামেন্টের সাতক্ষীরা জেলার একজন বাছাইকৃত ক্রিকেট খেলোয়ার। অনুর্ধ্ব ১৮ ক্রিকেট বিভাগীয় পর্যায়ে জেলা ভিত্তিক খুলনায় খেলা অনুষ্ঠিত হবে। আগামী ২২ ডিসেম্বর খুলনায় সাতক্ষীরা ও যশোর জেলা টিমের খেলা অনুষ্ঠিত হবে। উক্ত খেলায় আমার শ্যালক একজন বামহাতি স্পিন বলার। শনিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টার সময় পল্লী মঙ্গল স্কুলের সামনে দিয়ে যাওয়ার পথে অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তি মাহিন ইসলামের পথরোধ করে বাম হাতের বাহুতে ধারালো চাকু দিয়ে খোঁচা মেরে তাকে রক্তাক্ত জখম করে।

এ সময় দুর্বৃত্তদের একজন বলে, “তোর জন্য আমার ছোট ভাই আজকে টুর্নামেন্টে চান্স পেল না, তুই এই টুর্নামেন্টে খেলা করতে পারবি না”। খেলা করলে তাকে খুন জখম করার হুমকি প্রদান করে তারা।

একপর্যায়ে আমার শ্যালক মাহিন ইসলাম ডাকচিৎকার দিলে অজ্ঞাতনামা ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়। এরপর স্থানীয় লোকজন আমার শ্যালককে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। তাকে স্থানীয় গ্রাম‌ ডাক্তার দিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

ক্রীড়া সংস্থার প্রতিনিধি জিল্লুর রহমান জানান, খুলনায় অনুষ্ঠিতব্য ইয়ং টাইগার্স অনুর্ধ্ব ১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য সম্প্রতি সাতক্ষীরা জেলায় খেলোয়াড়দের বাছাই করা হয়। বাছাইতে মাহিন ইসলাম একজন বামহাতি স্পিন বোলার হিসেবে দলে অন্তর্ভুক্ত হয়। ধারণা করা হচ্ছে বাছাইতে অন্তর্ভুক্ত হতে পারেনি এমন কোন ক্রিকেটারের আত্মীয়রা এই ধরনের জঘন্য ঘটনা ঘটাতে পারে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন