বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

বাগেরহাটে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী জুলাই বিপ্লবী শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে বিপ্লবী জুলাই জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে পুরাতন কোর্ট মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জায়গায় মিলিত হয়।

মিছিলকারীরা হাদির হত্যাকারীদের ভারত থেকে এনে বিচারের দাবি জানান। “আমরা সবাই হাদি হব” ও “তুমি কে আমি কে, হাদি হাদি” স্লোগানে মুখরিত হয়ে ওঠে বাগেরহাট শহর।

এসময় বক্তারা বলেন, ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে গিয়ে আমাদের ভাই শহীদ হয়েছে। আর খুনিরা হাদি ভাইকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছে। তারা সুযোগ বুঝে তার মাথায় গুলি চালিয়েছে। খুনিরা যদি জাহান্নামেও থাকে তাহলে তাকে জাহান্নাম থেকে এনে তার বিচার করতে হবে। খুনি ও খুনের সহযোগীদের সবাইকেই বিচারের আওতায় আনতে হবে। না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যাব।

বক্তারা আরও বলেন, একদিকে আমাদের ভাইয়েরা খুন হচ্ছে অন্য দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন আলু পেঁয়াজ নিয়ে। স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাকে বলি, আপনি পদত্যাগ করে আলু পেঁয়াজ নিয়ে গবেষণা করেন। আপনি আমাদের জন্য কিছুই করতে পারেননি। আপনার ব্যর্থতার জন্যই জুলাই যোদ্ধারা এখন জীবননাশের হুমকির মুখে আছে।

মিছিল শেষে বক্তব্য দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম, ডাকসুর কার্যনির্বাহী সদস্য বেলাল হোসেন অপু, আপ বাংলাদেশের সচিব মোহাম্মদ হেলাল মল্লিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলা আহবায়ক এস.এম সাদ্দাম, ইসলামী যুব আন্দোলন নেতা মাহবুবুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাগেরহাট জেলা সভাপতি হাফেজ মোরশেদ আলম, বাগেরহাট জেলা ছাত্রদলের নেতা আল মামুন প্রমুখ।

এর আগে জুমার নামাজ শেষে সারাদেশের মত বাগেরহাট ষাট গম্বুজ মসজিদের হাদির জন্য দোয়া আয়োজন করা হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন