মঙ্গলবার । ১৬ই ডিসেম্বর, ২০২৫ । ১লা পৌষ, ১৪৩২

খুলনায় গোলাম পরওয়ার, বকুলসহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে খুলনার ছয়টি আসনের মধ্যে চারটিতে জামায়াতের সেক্রেটারী মিয়া গোলাম পরওয়ার, বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ ৭ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর সোমবার ও গত রোববার দুই দিনে তারা এই মনোনয়পত্র সংগ্রহ করেন।

গতকাল সোমবার খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ. স ম জামশেদ খোন্দকার এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের এ তথ্য জানিয়েছেন।

মনোনয়নপত্র সংগ্রহ করা ৭ প্রার্থী হলেন, খুলনা-৩ আসনে বিএনপি’র প্রার্থী রকিবুল ইসলাম বকুল, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের শেখ আরমান হোসেন, খুলনা-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ কবিরুল ইসলাম, ইসলামী আন্দোলনের হাফেজ মাওলানা ইফনুস আহমেদ, খুলনা-৫ আসনে জামায়াত ইসলামীর মিয়া গোলাম পরওয়ার, খুলনা-৬ আসনে বিএনপি’র এসএম মনিরুল হাসান বাপ্পী ও জামায়াতে ইসলামীর মোঃ আবুল কালাম আজাদ।

উল্লেখ্য, প্রার্থীরা আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাই। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন