শুক্রবার । ১২ই ডিসেম্বর, ২০২৫ । ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২

জামায়াতের হিন্দু এমপি প্রার্থী কৃষ্ণ নন্দীর ছবি নিয়ে নতুন বিতর্ক

নিজস্ব প্রতিবেদক

খুলনা-১ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দীর কিছু ছবি নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেসবুক পেজে কৃষ্ণ নন্দীর কিছু ছবি প্রকাশ করেন। মুহূর্তের মধ্যে ছবিগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিএনপি নেতাকর্মীরা এটি ছড়িয়ে জামায়াতের কড়া সমালোচনা করছেন।

তবে কৃষ্ণ নন্দী বলছেন, “পুরো বিষয়টি মিথ্যা ও কৃত্রিমভাবে তৈরি। মদ্যপানের বদঅভ্যাস তার কখনোই ছিল না। ভারতের কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে তার কখনো বৈঠক হয়নি।”

সংশ্লিষ্ট সূত্র জানায়, “ব্যবসায়ী কৃষ্ণ নন্দীর গ্রামের বাড়ি ডুমুরিয়ার চুকনগরে। তাঁর বাবা-দাদার জন্মও সেখানে। লেখাপড়া করেছেন চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে। তাঁর বাবা মুসলিম লীগ নেতা খান এ সবুরের সঙ্গে রাজনীতি করতেন। ২০০৩ সালে জামায়াতের মিয়া গোলাম পাওয়ারের হাত ধরেই দলটিতে যোগ দেন তিনি। গত বছর তাকে জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি করা হয়। গত ৩১ অক্টোবর জামায়াতের হিন্দু সমাবেশে তার নেতৃত্ব বিপুল জমায়েত হয়েছিল। এরপরই তাকে প্রার্থী করার গুঞ্জন ওঠে। গত ৩ ডিসেম্বর হিন্দু অধ্যুষিত খুলনা-১ আসনে কৃষ্ণ নন্দীকে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করা হয়। গত ৫ ডিসেম্বর থেকে তিনি বটিয়াঘাটা উপজেলায় প্রচারণা শুরু করেন। গতকালও তিনি বটিয়াঘাটায় প্রচারণা এবং জামায়াত কার্যালয়ে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন।”

সূত্রটি জানায়, “গত ৫ ডিসেম্বর জুলকারনাইন তার ফেসবুক পেজে কৃষ্ণ নন্দীর তিনটি ছবি প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা আইবির এক কর্মকর্তার সঙ্গে বৈঠক করছেন। অবশ্য ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ছবির মেটাডেটা পাওয়া সম্ভব হয়নি। অর্থাৎ ছবির সত্যতা তিনি নিশ্চিত করেননি। কিন্তু তার পোস্টের পর এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।”

এ ব্যাপারে কৃষ্ণ নন্দী বলেন, “সম্পূর্ণ বানোয়াট একটি বিষয় ছড়িয়ে দিয়ে আমাকে হেয় করা হচ্ছে। এ ধরনের কোনো ঘটনার সঙ্গে আমি সম্পৃক্ত না। আমি মদ্যপানও করি না, এ ধরনের বদ অভ্যাস আমার নেই। প্রচারে নেমে ব্যাপক সাড়া পাচ্ছি। বিশেষ করে মুসলমান ভোটাররাও আমাকে আন্তরিকতার সঙ্গে গ্রহণ করছেন। এই জনপ্রিয়তা হিংসা করে আমার বিষয়ে অপপ্রচার চালানো হচ্ছে।”




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন