ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম বলেছেন, যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন, বার বার আমাদেরকে মানুষের কাছে বিতর্কিত করার জন্য আপনারা বলেছেন- আমরা নাকি জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছি। পিছে নেওয়ার ষড়যন্ত্র করছি। কিন্তু মাঠের দিকে চেয়ে দেখেন, আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি। দেশকে রক্ষার জন্য, মানবতা, কল্যাণ, মুক্তির জন্য আমরা যে ৫ দফার দাবি নিয়ে মাঠে নেমেছি, সেই ৫ দফা বাস্তবায়নের জন্য বাংলাদেশের আপামর জনতা রাজপথে চলে এসেছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে খুলনা মহানগরীর শিববাড়ী বাবরী চত্বরে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত ৮ দলের বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
চরমোনাই পীর বলেন, আমার কাছে খবর চলে এসেছে- ফেব্রুয়ারির নির্বাচনের ব্যাপারে হিসাব-নিকাশ মিলিয়ে দেখেছেন, আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে। এখন নির্বাচনকে পেছনে নেওয়ার জন্য আপনারাই ষড়যন্ত্র করছেন। এই সিগনাল কিন্তু আমাদের কাছে এসে গেছে। কিন্তু ভালো করে জেনে রাখেন, জনগণের কিন্তু আপনাদের পক্ষে মতামত দেওয়ার মতো পরিবেশ নেই। এখন আপনারা গুন্ডামি, সেন্টার দখল, বিভিন্ন সন্ত্রাসীর মাধ্যমে ক্ষমতার চেয়ারে বসবেন সেদিন ভুলে যান। এখন বাংলাদেশের মানুষ সজাগ রয়েছেন। বাংলাদেশের সম্পদ চুরি করে, ডাকাতি করে বিদেশি প্রভুদের কাছে আর দেওয়া যাবে না। দিতে পারবেন না ইনশাআল্লাহ।
তিনি বলেন, ভাই, মা-বোনদের বলব- আমরা যেন চাঁদাবাজদের সহযোগী না হই। যারা মায়ের কোল সন্তনহারা করেন, তাদের যেন আমরা সহযোগী না হই। যারা দেশে বসে বিদেশে টাকা পাচার করে তাদের সহযোগী না হই।
রেজাউল করীম বলেন, একাত্তরে দেশ স্বাধীন হয়েছিল মৌলিক ৩টা স্লোগানের মাধ্যমে- সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা। লাখ লাখ মানুষ জীবন দিয়েছিল, পঙ্গু হয়েছিল যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু ৫৩ বছর যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে, যারা দেশ পরিচালিত করেছে। এদের মাধ্যমে মূলত তিনটা উদ্দেশ্যের একটিরও কিঞ্চিৎ বাস্তবায়ন দেখিনি। এই সূত্র ধরেই ২০২৪ জুলাই, ৫ আগস্ট এই দেশকে আবার স্বাধীন করার জন্য হাজার হাজার মায়ের কোল সন্তানহারা হয়েছিল। অনেকে চক্ষু হারিয়েছে, অনেকে পঙ্গু হয়েছে। দেশ স্বাধীন করতে গিয়ে যারা জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, পঙ্গু হয়েছিল যারা দেশ পরিচালনা করেছে, আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা পেয়ে বার বার দেশকে চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে ফার্স্ট বানিয়েছে। সন্তানগুলোকে মায়ের কোলহারা করেছে। লাখ লাখ মানুষকে মামলা দিয়ে তাদের সংসারকে বিরান করেছে, ধ্বংস করেছে। দেশের টাকা পাচার করে বিদেশে বেগমপাড়া তৈরি করেছে।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি-বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল আউয়াল ও মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আজাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, খেলাফত মজলিস কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন প্রমুখ।

