শনিবার । ২২শে নভেম্বর, ২০২৫ । ৭ই অগ্রহায়ণ, ১৪৩২

কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন

গেজেট প্রতিবেদন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গ্রামীণ ব্যাংকের পান্টি শাখায় পেট্রোল ঢেলে আগুন লাগানোর অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শুক্রবার (২১ নভেম্বর) ভোরে উপজেলার যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে কুমারখালী থানা পুলিশ। তবে আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ব্যাংকটির শাখা ব্যবস্থাপক ও পুলিশ।

জানা যায়, চৌরঙ্গী বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংক এলাকায় পুলিশের টহল। ব্যাংক বন্ধ রয়েছে। ব্যাংকের পাকা ভবনের একটি জানালায় আগুনের পোড়া গন্ধ।

ব্যাংকের নৈশ্যপ্রহরী ইসমাইল শেখ বলেন, ‘আমি ব্যাংকের ভিতরেই ছিলাম। ফজরের আযান চলছিল। হঠাৎ আগুন জ্বলে উঠলে চিৎকার চেঁচামেচি শুরু করি। তখন আগুন ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।’ তাঁর ভাষ্য, বাইরে থেকে তখন বন্ধ জানালার ছোট ছিদ্র দিয়ে প্রথমে কলাগাছের পাতা ঢুকিয়ে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিভানো হয়।

নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় এক চা বিক্রেতা বলেন, সকাল ৬টার দিকে বাজারে এসে দেখি পুলিশ। শুনলাম ব্যাংকে আগুন লাগিয়েছে কে বা কারা। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ব্যাংকের ব্যবস্থাপক মো. শাহজালাল মুঠোফোনে বলেন, ‘নাইট গার্ড ভিতরেই ছিল। হঠাৎ ভোররাতে জানালায় পেট্রোল ঢেলে আগুন লাগায় দুর্বৃত্তরা। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ সময় এক বোতল পেট্রোল জব্দ করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন