শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ব্যাডমিন্টন খেলা চলাকালে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ব্যাডমিন্টন খেলা চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার রাত ১০টার দিকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে সদর হাসপাতালের এটিসি ভবনের পাশে এ ঘটনা ঘটে। নিহতের নাম শান্ত (২০)। সে বাগেরহাট রেল কলোনি এলাকার বাবুর ছেলে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

হাসপাতাল সুত্রে জানা যায়, শান্ত সদর হাসপাতালের সাবেক ক্লিনার মোহন লালের নাতি। সেই সুবাদে শান্ত হাসপাতালের সীমানার মধ্যে সুইপার কলোনিতে থাকতো। হাসপাতাল থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে এনটিসি ভবনের পাশে রাতে তারা ব্যাডমিন্টন খেলছিলো। খেলার একপযায় হঠাৎ বিদ্যুতের তারে স্পর্শ করলে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন