বাগেরহাটের ফকিরহাটে বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে সবুজ সরদার (২৬) নামে এক বিদ্যুৎশ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার পিলজঙ্গ সুকদাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সবুজ সরদার বাগেরহাটের কাড়াপাড়া সাবেরডাঙ্গা গ্রামের ইসলাম সরদারের ছেলে এবং সামি এন্টারপ্রাইজের ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী ছিলেন।
স্থানীয়রা জানান, দুপুরে তিনি বাগেরহাট পল্লী বিদ্যুতের আওতাধীন একটি চালু খুঁটিতে কাজ করছিলেন। এসময় বিদ্যুতায়িত হয়ে তিনি তারের ওপর ঝুলে পড়েন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দুই ঘণ্টার প্রচেষ্টায় মরদেহ উদ্ধার করে।
ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহজাহান মিয়া বলেন, “চালু লাইনে কাজ করায় দুর্ঘটনা ঘটেছে।”
ফকিরহাট মডেল থানার ওসি আবদুর রাজ্জাক মীর জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তরের প্রস্তুতি চলছে।
বাগেরহাট পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপক সুশান্ত রায় বলেন, “ঠিকাদারি শ্রমিকরা কাজ শুরুর আগে আমাদের জানালে লাইন বন্ধ রাখা হয়। না জানিয়ে কাজ করায় এ ঘটনা ঘটেছে।”
খুলনা গেজেট/এএজে

