বাগেরহাটের রামপাল উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অভিযোগে মিতালী ফুড প্রোডাক্ট নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শনিবার সকালে উপজেলার ফয়লাহাট এলাকায় পরিচালিত এ অভিযানে প্রতিষ্ঠানটির এক দায়িত্বশীল ব্যক্তিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট অভিযানটি পরিচালনা করেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী। অভিযানে প্রতিষ্ঠানের পণ্যে ভোক্তার অধিকার লঙ্ঘন ও অনিয়মের প্রমাণ পাওয়ায় ১টি মামলা দায়ের করা হয় এবং অভিযুক্ত ১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে বাজার তদারকি ও ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। বাজারে খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ, বিক্রয় ও ভোক্তা সেবায় কোন অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানান।
খুলনা গেজেট/এনএম

