বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

মণিরামপুরে যুবলীগের মিছিল সমাবেশ

মণিরামপুর প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবিতে যশোরের মণিরামপুরে যুবলীগের উদ্যোগে মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রবিবার ৬ ডিসেম্বর বিকেলে পৌর শহরে অনুষ্ঠিত যুবলীগের বিক্ষোভ মিছিলে অংশ নেয় উপজেলা ছাত্রলীগ। মিছিল শেষে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি দেবাশীষ সরকার বাবু, সাবেক সাধারণ সম্পাদক স,ম, আলাউদ্দীন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম রিপন, পৌর যুবলীগের সভাপতি এসএম লুৎফর রহমান, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান প্রমুখ।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন