রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে গরু চুরি করতে গিয়ে চোর হাতেনাতে ধরা, গণপিটুনি

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে গরু চুরি করতে গিয়ে চোর গণপিটুনির শিকার হয়েছে। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার চাঁদপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জনগণ তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আটক হাসান খুলনার আড়ংঘাটা থানার বকুলতলা গ্রামের আব্দুল আজিজের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন রাত সাড়ে ১২টার দিকে হাসান গরু চুরির উদ্দেশ্যে কচুয়া ইউনিয়নের রায়মানিক গ্রামের বাহারুল ইসলাম ও পলাশের বাড়িতে পিকআপ নিয়ে প্রবেশ করে। এ সময় গরু নিয়ে ট্রাকে তোলার প্রস্তুতিকালে স্থানীয়রা টের পেয়ে তাদেরকে ধাওয়া করে। এতে চোর ও গ্রামবাসীর সংঘর্ষে দুইজন আহত হন। অন্যরা পালিয়ে গেলেও হাসানকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা।

খবর পেয়ে চাঁদপাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত চোর হাসানকে উদ্ধার ও তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। একই ঘটনায় আহত হয়েছেন গরুর মালিক বাহারুল ইসলাম ও পলাশও। বর্তমানে চোর ও ভুক্তভোগী উভয়েই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, স্থানীয়দের সহযোগিতায় গরু চুরির সময় চোরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন