যশোরে একরাতে তিনটি বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে সদর উপজেলার সুজলপুর ও হ্যাচারিপাড়ায় এসব বোমা হামলা হয়েছে।
স্থানীয়রা জানায়, এদিন রাত সাড়ে ১২টার পর সুজলপুরের ৩ নম্বর পাড়ার কসাই রফিকের বাড়িতে আকস্মিকভাবে ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় রফিকের বাড়ির সামনের নিচতলার ছাদে ককটেলগুলো বিস্ফোরিত হয়। এরপর পাশের শরীফের বাড়িতেও ককটেল নিক্ষেপ করা হয় ও সিসি ক্যামেরা ভাঙচুর করা হয়। বিস্ফোরণের সময় জানালার কাচও ভেঙে যায়।
এর কয়েক মিনিটের ব্যবধানে হ্যাচারিপাড়ায় কসাই নজরুলের বাড়িতেও একইভাবে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কেউ আহত হয়নি।
এ বিষয়ে কসাই রফিকের ছেলে সুমন ইসলাম বলেন, ৭/৮ জন মোটরসাইকেলে এসেছিল। তাদের মুখ বাঁধা ছিল এবং অনেকে হেলমেট পরা ছিল। কাউকেই তারা চিনতে পারেননি।
এলাকাবাসী আরও জানায়, কসাই নজরুল, শরীফ ও কসাই রফিক তিনজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। কি কারণে তাদের বাড়িতে বোমা হামলা করা হয়েছে, সেটা কেউ জানাতে পারেননি।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের ধরতে তদন্ত শুরু হয়েছে ও আটকের অভিযান চলছে।
খুলনা গেজেট/এনএম

