পরিবার নিয়ে সুন্দরবনে ঘুরতে এসে জালিবোট উল্টে নদীতে পড়ে নিখোঁজ হওয়া নারী পর্যটক রিয়ানা আবজালের (২৮) মরদেহ সোমবার সকালে পশুর নদীর জয়মনি ঘোল এলাকা হতে উদ্ধার করেছে কোস্টগার্ড। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
রিয়ানা আবজাল এর সন্ধানে ৮ নভেম্বর (শনিবার) থেকে উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্টগার্ড, নৌপুলিশ এবং বন বিভাগ।
শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে বনের ঢাংমারী এলাকার রিসোর্ট ‘ম্যানগ্রোভ ভেলী’তে রাত্রি যাপন শেষে পরিবারসহ একটি বোটে করে তারা মোংলার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে তাদের বোটটি ঢাংমারী খাল ও পশুর নদীর সংযোগস্থলে পৌঁছালে প্রচন্ড ঢেউয়ের তোড়ে বোটটি উল্টে যায়। এ সময় বোটের সকলেই নদীতে পড়ে যান। তারা কেউ কেউ নিজ নিজ সাঁতরে কুলে উঠে, আবার কয়েকজনকে আশপাশের লোকজন উদ্ধার করেন। কিন্ত নিখোঁজ হন রিয়ানা আবজাল (২৮) নামের এক নারী পর্যটক। ওই নারী বাংলাদেশ বিমান বাহিনীর একজন পাইলট ছিলেন। পরে আমেরিকায় চলে যান তিনি।

চলমান ৩ দিনের ধারাবাহিক অনুসন্ধানের পর আজ সোমবার সকাল ৭ টায় কোস্ট গার্ড, মোংলার সাইলো জেটি সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় উক্ত নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, পর্যটকদের সুরক্ষা ও ঝুঁকিমুক্ত ভ্রমণ নিশ্চিতে বাংলাদেশ কোস্ট গার্ড এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। উদ্ধারকৃত মৃতদেহ পরবর্তীতে চাঁদপাই নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
চাঁদপাই নৌ থানার ইনচার্জ আকরাম হোসেন জানান, নিখোঁজ ওই নারী পর্যটক এর সন্ধানে শনিবার (৮ নভেম্বর) দুপুর থেকে একটানা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে বন বিভাগ, নৌ পুলিশ এবং কোস্টগার্ডের অভিযান চালাচ্ছিল। আজ সোমবার (১০ নভেম্বর) সকালে জয়মনি সাইলো এলাকায় লাশটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে কোস্টগার্ড। আইনানুগ প্রক্রিয়া শেষে পাইলট রিয়ানার মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
খুলনা গেজেট/এনএম

