বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

বিএনপি’র সভা শেষে ফেরার পথে প্রাণ গেল ৩ জনের

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট ও রামপাল প্রতিনিধি

বাগেরহাটের রামপালের খুলনা-মংলা মহাসড়কের সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩ মোটরসাইকেল আরোহী। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাবুরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা ভাগা বালুর মাঠে অনুষ্ঠিত বিএনপি’র এক সভা শেষে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন।

নিহতরা হলেন- রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন বিএনপ’র কর্মী জামির ইজাদ্দার (৫০), মিজান ব্যাপারি (৪৫) ও হরিপদ রায় (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে বাবুরবাড়ি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। পরে পিছন থেকে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, রামপাল উপজেলার ভাগা বালুর মাঠে বিএনপির এক সভাবেশ শেষে মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বাবুরবাড়ি বেইলী ব্রিজ এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি বাস চাপা দেয় মোটরসাইকেলটিকে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিন আরোহী নিহত হয়। তারা বিএনপির কর্মী বলে জানা গেছে।

তিনি আরও বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হবে।

রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন জানান, উপজেলার ভাগা বালুর মাঠে বিএনপি’র কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমানের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় রাজনগর এলাকার জামির ইজারাদার সহ ৩ কর্মী নিহত হয়েছেন। নিহত তিনজনই তাদের দলের নিবেদিত কর্মী ছিলেন। তাদের মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। পাশাপাশি উপজেলা বিএনপি’র পক্ষ থেকে নিহতদের শোকসন্তাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন