শিকারির ফাঁদে আটকা পড়া একটি হরিণ জীবিত উদ্ধার করেছে বন বিভাগের টহল দল। রোববার (২৬ অক্টোবর) সুন্দরবনের জোংড়া টহল ফাঁড়ির সদস্যরা নিয়মিত পেট্রলিংয়ের সময় সীমানা খাল সংলগ্ন বনে ফাঁদে আটকে পড়া ওই চিত্রা হরিণটি খুঁজে পান। তাৎক্ষণিকভাবে হরিণটিকে মুক্ত করে আবার বনে ছেড়ে দেওয়া হয়।
সুন্দরবনের জোংড়া টহল ফাঁড়ির ফরেস্টার নজরুল ইসলামের জানান, জোংড়া টহল ফাঁড়ির আওতাধীন সীমানা খাল সংলগ্ন বনাঞ্চলে সকালে টহল দল ফুট পেট্রল চালাচ্ছিল। সে সময় সিঙ্গেল মালা ফাঁদে আটকে থাকা একটি পুরুষ চিত্রা হরিণকে উদ্ধার করে তারা। ঘটনাস্থলেই হরিণটিকে সুস্থ অবস্থায় বনে অবমুক্ত করা হয়।
এরপর ওই এলাকার আশপাশে তল্লাশি চালিয়ে আরও ১০টি সিঙ্গেল মালা ফাঁদ ও ৪টি সিটকা ফাঁদ উদ্ধার করে বনরক্ষীরা।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী বলেন, সুন্দরবনের বিভিন্ন ক্যাম্প থেকে আমাদের বনকর্মীরা পায়ে হেঁটে, কষ্ট সহ্য করে এসব ফাঁদ সরাচ্ছে। এত কষ্ট করে হরিণ মেরে মাংস খাওয়া কোনো যৌক্তিকতা নয়; এটা অপরাধ। কোনো অপরাধি আমাদের হাতে ধরা পড়ে, তাকে আইনের সর্বোচ্চ পর্যায়ে শাস্তি দেওয়া হবে।
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
