বাগেরহাটের মোরেলগঞ্জে ডাকাত সন্দেহে ৪ জনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা । শুক্রবার (২৪ অক্টোবর) ভোররাত সাড়ে ৪টার দিকে চিংড়াখাল গ্রামে এ ঘটনা ঘটে। সকাল সাড়ে ১০ টার দিকে আহত অবস্থায় ওই ৪ জনকে স্থানীয় লোকজন একটি ভ্যানে করে মোরেলগঞ্জ হাসপাতালে পৌঁছে দেয়। চিকিৎসাধীন অবস্থায় মতিয়ার রহমান মারা যায়।
নিহত মতিয়ার রহমান বাগেরহাটের চরগ্রাম এলাকার মৃত রশিদ শেখের ছেলে।
আহতরা হলেন- ফকিরহাটের বেতাগা গ্রামের আজিজুল শেখের ছেলে আসাদুল শেখ (৪০), আড়পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জনি (৩৮) ও বাগেরহাটের ভাগা বাজার এলাকার বজলু হাওলাদারের ছেলে রুমান হাওলাদার (৩৭)।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, গুরুতর আহত অবস্থায় ৪ জনকে হাসপাতালে আনা হয়। এর কিছুক্ষণের মধ্যেই মতিয়ার রহমান মারা যায়। অপর আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য পুলিশ হেফাজতে খুলনা মেডিকলে কলেজ হাসপাতালের প্রিজন সেলে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে থানার ওসি মো. মতলুবর রহমান বলেন, গণপিটুনিতে নিহত মতিয়ার রহমানের মরদেহ পোস্টমর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত ৩ জনকে পুলিশ হেফাজতে চিকিৎসার জন্য খুলনায় স্থানান্তর করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আইনগত বিষয়টিও প্রক্রিয়াধীন আছে।
খুলনা গেজেট/এনএম

