বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আজহার মোড়লের (৫৮) দাফন কার্যাদি সম্পন্ন হয়েছে।
বুধবার ২২ জুলাই বাদ-জোহর মৌভোগ মধ্য পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় বিভিন্ন স্থান থেকে আসা রাজনীতিবিদ ব্যাবসায়ী সহ ফকিরহাটের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নলধা- মৌভোগ ইউপির বারবার নির্বাচিত এ সাবেক চেয়ারম্যান মঙ্গলবার বিকেলে হঠাত অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে খুলনার একটি হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
তার মৃত্যুর খবর পেয়ে ওই সময় তার বাড়িতে ছুটে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ, সদর ইউপি চেয়ারম্যান ও সাধারন সম্পাদক শিরিনা আক্তার কিসলু, স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজি মো: মহসিন, ইউপি চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যাবসায়ী সহ নানা শ্রেনী পেশার মানুষ ও এলাকার সর্বস্তরের লোকজন।
সাবেক চেয়ারম্যান আজহার মোড়ল ওই এলাকার তিন বারের নির্বাচিত চেয়ারম্যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে রাজনৈতিক অংগনসহ ফকিরহাটে শোকের ছায়া নেমে এসেছে।
খুলনা গেজেট/এনএম