বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

মোল্লাহাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোল্লাহাট প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে পানিতে ডুবে আয়মান মুন্সী (১) শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলার কোদালিয়া ইউনিয়নের রহমত পাড়ায় এই দুর্ঘটনাটি ঘটে।

সে ওই গ্রামের আ: রহমান মুন্সী ছেলে।

পরিবার জানায়, সাড়ে ১১টায় আয়মান তার পরিবারের সঙ্গে খাবার খেতে খেতে বাড়ির উঠানে দৌড়াদৌড়ি করছিল। সকলের চোখের আড়ালে খেলার সময় সে বাড়ির পুকুরের দিকে চলে যায়। কিছু সময় পর খাবার খেতে থাকা পরিবারের সদস্যরা হঠাৎ তাকে না দেখতে পেয়ে খাবার রেখে দৌড়ে পুকুরের কাছে যান এবং সেখানে তাকে অবচেতন অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান সে আর বেঁচে নেই।

শিশুরটির দাদা নওশের বলেন, সামান্য সময়ের জন্য বেখেয়ালি হয়ে আমরা ছোট্ট আয়মানকে হারালাম যা কখনই ভোলা সম্ভব নয়। সবাইকে সচেতন হতে হবে, যেন আর কোনও পরিবার কোনো আয়মানকে না হারায়।

থানার অফিসার ইনচার্জ মো. ফজলুল হক জানান, শিশুর মৃত্যু খবর পেয়েছি। এটি একটি হৃদয় বিদারক ঘটনা, যা আমাদের সচেতনতা বৃদ্ধির দিকে দৃষ্টি আকর্ষণ করছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন