বাগেরহাটে সরকারি পিসি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি বেল্লাল শেখের উপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১৯ অক্টোবর) দুপুরের দিকে কলেজ ক্যাম্পাসের পালকিঘর এলাকায় এ ঘটনা ঘটে।
বেল্লাল শেখ সরকারি পিসি কলেজে ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী।
শনিবার বাগেরহাট সরকারি পিসি কলেজ শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রিয় সংসদ। সেখানে বেল্লাল শেখকে সভাপতি এবং রেদওয়ান কাদের সাধারণ সম্পাদক করা হয়। এছাড়া বাগেরহাট জেলার ৩০টি কলেজ ও মাদ্রাসা শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রিয় সংসদ। এরপর থেকেই বিভিন্ন কমিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও দলীয় পর্যায়ে নানা অভিযোগ ও আলোচনা শুরু হয়।
নবগঠিত ওই কমিটিকে কেন্দ্র করে বিরোধের জেরে এক পক্ষ বেলাল শেখসহ তাদের লোকজনের উপর ওই হামলা করে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় কলেজ ছাত্রদল সভাপতি বেল্লাল শেখ, সিনিয়র যুগ্ম- সাধারণ সম্পাদক আয়শা আক্তারসহ অন্তত ৩জন আহত হয়েছেন। তবে হামলাকারীদের পরিচয় স্পষ্ট করে বলতে চাননি বেল্লাল শেখ।
খুলনা গেজেট/এএজে

