বাগেরহাটের কচুয়ায় পেশাগত দায়িত্ব পালনের সময় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছ।
এক শিক্ষককে মারধরের ঘটনার খবর পেয়ে শনিবার (১১ অক্টোবর) দুপুর সোয়া ১টায় সাংবাদিকদের ৫ সদস্যের একটি টিম কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তথ্য সংগ্রহের জন্য গেলে সন্ত্রাসীরা তাদের উপর হামলা ও মারধর করে। এ সময় তাদের সাথে থাকা ক্যামেরা মোবাইল ফোন ভাঙচুর চালায়।
এ সময় হাসপাতালের কর্মচারী ও আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। হামলা ঘটনায় আহত সাংবাদিকের ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছে।
হামলার শিকার সাংবাদিকরা হল দৈনিক মানবকণ্ঠ ও চ্যানেল এস এর সাংবাদিক রাকিবুল হাসান, দৈনিক আলোচিত কন্ঠের জেলা প্রতিনিধি ও আনন্দ টিভির ক্যামেরাম্যান এস এম হুমায়ুন (২৫),দৈনিক সংবাদ চিত্রের রাসেল শেখ (৪৪), জে টিভির মুন্না শেখ (২৫), দৈনিক প্রভাত ও দৈনিক জন্মভূমির খান সুমন (৩৭)।
এ ঘটনায় আহত সাংবাদিকদের পক্ষে রাকিবুল হাসান বাদী হয়ে দু’জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১২/১৩ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
এবিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সামীম মোহাম্মদ বলেন, আমি শুনেছি আজ ৫ জন সাংবাদিক কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তথ্য সংগ্রহ করতে গেলে হামলা শিকার হয়। ইতোমধ্যে তারা অভিযোগ দায়ের করেছে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
খুলনা গেজেট/এমআর

