যশোরের চৌগাছায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে তিন নারী আহত হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে পৌর শহরের পাঁচনামনা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আম্বিয়া বেগম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আহতরা হলেন- পাঁচনামনা এলাকার মৃত মাহাতাব উদ্দিনের মেয়ে সপ্না খাতুন (২৭), স্ত্রী আম্বিয়া বেগম (৫৯) এবং শিমুল হোসেনের স্ত্রী ফাতেমা বেগম (২৫)। তারা বর্তমানে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে সপ্না খাতুনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। মঙ্গলবার রাতে প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক জমির সীমানা প্রাচীর ভেঙে দখলের চেষ্টা করে। এ সময় বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে এবং তিন নারী আহত হন।
আহত ফাতেমা বেগম জানান, পাঁচনামনা গ্রামের তাইজেল হোসেনের ছেলে যুবলীগ নেতা সুমির হোসেন, তাইজেল হোসেনের স্ত্রী মঞ্জুরা বেগম, সুমন হোসেনের স্ত্রী সীমা খাতুন ও মৃত জামাল উদ্দিনের স্ত্রী আনজেরাসহ ১০–১২ জন সন্ত্রাসী লোহার রড, হাঁসুয়া, গাছিদা, চাইনিজ কুড়াল ও বাঁশের লাঠি নিয়ে তাদের উপর হামলা চালায়। সন্ত্রাসীরা আমাদের এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করে এবং হাসপাতালে যেতে বাঁধা দেয়। পরে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে সপ্না খাতুনের অবস্থা আশঙ্কাজনক।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা গেজেট/এএজে

