জমি জালিয়াতির মাধ্যমে রেজিস্ট্রির অভিযোগে যশোরের চৌগাছা উপজেলার সাবেক সাব-রেজিস্টার, ইউনিয়ন চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার চৌগাছার নিরিবিলিপাড়ার আহম্মদ আলীর পক্ষে মৃত শাহাদৎ হোসেনের মেয়ে শারমিন সুলতানা এ মামলা দায়ের করেন।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুবাইদা রওশন আরা অভিযোগটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী শেখ তাজ হোসেন তাজু।
মামলায় আসামি করা হয়েছে, চৌগাছা উপজেলা রেজিস্টি অফিসের সাবেক সাব-রেজিস্টার রফিকুল ইসলাম, সরুপদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল কদর, দলিল লেখক আনেয়ার হোসেন, আন্দারকোটা গ্রামের মোফাজ্জেল হোসেন, তার স্ত্রী ফাতেমা খাতুন ও ছেলে ইনামুল হোসেনকে।
মামলায় বলা হয়েছে, ২০০৬ সালে শাহাদৎ হোসেন মারা যান। তার স্থাবর ও অস্থাবর সম্পত্তির ওয়ারিশ হন স্ত্রী ও দুই সন্তান। পরে মোফাজ্জেল হোসেনের পরিবার ষড়যন্ত্র করে জমি দখলের চেষ্টা চালায়। এক পর্যায়ে ২০১৩ সালের ১৯ মার্চ তারা ইউপি চেয়ারম্যানের মাধ্যমে মৃত শাহাদৎ হোসেনের ছেলে পরিচয়ে একটি জাল জন্মসনদ তৈরি করে এবং তা ব্যবহার করে ১৮ শতক জমির জাল দলিল রেজিস্ট্রি করে নেয়।
২০১৫ সালের ৩১ মার্চ ওই দলিল ফাতেমা খাতুনের নামে নিবন্ধন করা হয়। এ নিয়ে গত ৭ আগস্ট সালিশ ডাকলেও আসামিরা হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় চৌগাছা থানায় অভিযোগ দিলেও তা গৃহীত না হওয়ায় তিনি আদালতে এ মামলা করেন।
খুলনা গেজেট/এমআর

