বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

সাতক্ষীরায় ভ্যামমান আদালত দুই ফার্মেসি মালিককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় ওষুধের অনিয়ম প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা দুটি ফার্মেসি মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে সাতক্ষীরা সদর উপজেলার কাঠিয়া আমতলা বাজার এলাকায় জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে নকল, ভেজাল, ফিজিশিয়ান স্যাম্পল, মেয়াদোত্তীর্ণ ও আনরেজিস্টার্ড ওষুধ বিক্রির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এ সময় কাটিয়া আমতলা বাজার এলাকার সরদার ফার্মেসিকে চার হাজার এবং মেহেদী ফার্মেসিকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. নাবিল হোসেন তামিম এবং জেলার ভারপ্রাপ্ত ড্রাগ সুপার বাশারাফ হোসেন।

এসময় ফার্মেসি মালিকদের জন্য বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল, ফার্মাসিস্টের উপস্থিতি নিশ্চিত করতে হবে। নকল, ভেজাল ও আনরেজিস্টার্ড ওষুধ বিক্রি সম্পূর্ণ বন্ধ করতে হবে। প্রেসক্রিপশন ছাড়া কোন অ্যান্টিবায়োটিক বিক্রি করা যাবে না।

প্রত্যেক ফার্মেসি মালিককে অ্যান্টিবায়োটিক বিক্রির রেজিস্টার সংরক্ষণ করতে হবে। সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ করতে হবে। একই সাথে লাইসেন্সে উল্লিখিত শর্তাবলী মেনে চলতে হবে ।

জেলার ভারপ্রাপ্ত ড্রাগ সুপার বাশারফ হোসেন জানান, ওষুধ প্রশাসন অধিদপ্তর সাতক্ষীরার পক্ষ থেকে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন