বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

শয়তানের নিশ্বাস ফেলে অভয়নগরে আড়াই ভরি স্বর্ণ লুট

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভা এলাকার পালপাড়া মোড়ে শয়তানের নিশ্বাস ছেড়ে প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।

রবিবার সকাল সাড়ে ১০টায় বোরখা পরিহিত দুই নারী সুরজিৎ হালদারের ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার নিয়ে যায়।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বোরকা পরিহিত দুই নারী স্বর্ণালংকর সহ একটি মোটর সাইকেলে দ্রুত পালিয়ে যায়। যা পরবর্তীতে সিসিটিভি ফুটেজ থেকে জানা যায়।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

খুলনা গেজেট/এমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন