যশোরের বেনাপোল পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলোচিত তবিবুর রহমানকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার (৫ অক্টোবর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গুরুতর অপরাধে জড়িত থাকা এবং চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তবিবুর রহমানের এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে কেন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে বেনাপোল পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে। এছাড়া তবিবুর রহমানের সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী যেন কোনো ধরনের সম্পর্ক না রাখেন, সে নির্দেশও দেওয়া হয়েছে।
উল্লেখ, সম্প্রতি বেনাপোলের আজিজ মিষ্টান্ন ভাণ্ডার থেকে মোটা অঙ্কের টাকা চাঁদা আদায়ের অভিযোগে ব্যাপক সমালোচিত হয় বিএনপি নেতা তবিবুর। এছাড়া পৌর এলাকা ও আশপাশের গ্রামগুলোতে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে তবিবুর রহমানের বিরুদ্ধে।

