বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

সাতক্ষীরায় ১১২ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

সাতক্ষীরার দেবহাটায় র‌্যাবের মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিলসহ মোঃ কবির হোসেন (৪৩) নামে একজনকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক কবির দেবহাটা থানার চন্ডিপুর গ্রামের মৃত-কাশেম আলী গাজীর ছেলে।

জানা যায়, র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন দক্ষিণ পারুলিয়া জামিয়া ইসলামীয়া ফয়জুল উলুম মাদ্রাসা ও এতিমখানার সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল ৫টার সময় স্থানে অভিযান পরিচালনা করে করে মোঃ কবির হোসেনকে ১১২ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন চলছে। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন