সাতক্ষীরার কালিগঞ্জে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত ৭ হাজার টাকা জরিমানা করেছে।
রোববার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে ২৫ কেজি বাগদা চিংড়ি জব্দ করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন এবং জব্দ করা চিংড়ি পুড়িয়ে নষ্ট করা হয়।
অমিত কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, চিংড়িতে অপদ্রব্য পুশ করার অভিযোগে নজরুল ইসলামকে জরিমানা করা হয়েছে। অভিযানে কালিগঞ্জ থানার এসআই সমির গাইন উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এএজে