পাটকেলঘাটায় গলায় রশি দিয়ে নয়ন গাইন (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে নিজের বসত ঘরের আড়ার সাথে রশি দিয়ে সে আত্মহত্যা করে।
তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। আত্মহননকারী নয়ন গাইন উপজেলার কুমিরা ইউনিয়নের কায়েমখোলা গ্রামের দিবাস গাইনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার কায়েমখোলা গ্রামের নয়ন গাইন শনিবার দুপুরে অজ্ঞাত কারণে নিজের বসত ঘরের দরজা বন্ধ করে আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
দীর্ঘ সময় ঘরের দরজা বন্ধ থাকার পর পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। নয়নকে আড়ার সাথে ঝুলতে দেখে তারা থানা পুলিশে খবর দেয়।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থল থেকে নয়নের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
খুলনা গেজেট/এমআর