চুয়াডাঙ্গা থেকে যশোরগামী কপোতাক্ষ এক্সপ্রেস চলন্ত ট্রেনে জন্ম নিয়েছে ফুটফুটে এক পুত্র সন্তান। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামদানি গ্রামের মোহাম্মদ রনির স্ত্রী রেশমা শারমিন (২৭) যশোর শহরের শংকরপুরে পিত্রালয়ে যাওয়ার পথে সন্তান প্রসব করেন। এর আগে থেকেই রেশমা ছিলেন আট মাসের অন্তঃসত্ত্বা।
শনিবার সকালে মা মনোয়ারা খাতুনকে সঙ্গে নিয়ে সন্তান প্রসবের জন্য চুয়াডাঙ্গা থেকে যশোরে পিতার বাড়িতে আসছিলেন। দর্শনা স্টেশন পার হওয়ার পরই হঠাৎ তার প্রসব ব্যথা শুরু হয়। একপর্যায়ে কালীগঞ্জ স্টেশন পার হলে ট্রেনের ভেতরেই ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন তিনি।
এ খবর দ্রুত পৌঁছে যায় যশোর রেলওয়ে স্টেশনে। পরিস্থিতি সামাল দিতে আগে থেকেই ফায়ার সার্ভিস সদস্যরা অ্যাম্বুলেন্স নিয়ে প্রস্তুত থাকে। দুপুর ১২টার দিকে মা ও নবজাতক যশোর স্টেশনে পৌঁছালে তাদেরকে জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
চলন্ত ট্রেনে সন্তান প্রসবের সময় সহযাত্রীদের পাশাপাশি তৃতীয় লিঙ্গের কয়েকজনও মানবিক সহায়তা করেন। তারা জানান, এ ধরনের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোই তাদের দায়িত্ব।
যশোর রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার জাকিয়া আক্তার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই রোগী হাসপাতালে নেওয়ার জন্য পরিবহনের ব্যবস্থা করা হয়।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার বিচিত্র মল্লিক বলেন, মা ও শিশুকে তাৎক্ষণিক লেবার ওয়ার্ডে নেওয়া হয় এবং সিনিয়র স্টাফ নার্স শিরিনা আক্তার নবজাতকের নাড়ি কাটেন।
গাইনি বিভাগের মেডিকেল অফিসার রাবেয়া খাতুন জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রেশমাকে দু’ব্যাগ রক্ত দেওয়া হয়। বর্তমানে মা ও শিশু দু’জনেই সুস্থ রয়েছেন।
খুলনা গেজেট/এমআর