শুক্রবার । ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ । ৪ঠা আশ্বিন, ১৪৩২

কেশবপুরে টিসিবির পণ্য না পেয়ে সড়ক অবরোধ

কেশবপুর প্রতিনিধি

কেশবপুরে টিসিবির পণ্য না পেয়ে সড়ক অবরোধ

যশোরের কেশবপুরে টিসিবির পণ্য না পেয়ে সড়ক অবরোধ করেছে কার্ডধারীরা। বৃহস্পতিবার (১৮ সেপ্টম্বর) দুপুরে কেশবপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় তারা সড়ক অবরোধ করে।

এতে যশোর—চুকনগর সড়কের দু’পাশে যাত্রীবাহী বাসসহ অসংখ্য যানবাহন আটকা পড়ায় ভোগান্তিতে পড়ে অসংখ্য মানুষ। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জানা গেছে, শহরের পুরাতন বাসস্টান্ডের একটি গোডাউনে ডিলার আব্দুল বারিক পৌরসভার এক, সাত, আট ও নয় নম্বর ওয়ার্ডের ৬০৫ জন কার্ডধারীর মাঝে বৃহ¯পতিবার সকাল থেকে টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) পণ্য বিক্রি করছিলেন।

কিন্তু দুপুর একটার দিকে ৬০৫টি কার্ডের পণ্য শেষ হয়ে গেলে গোডাউন বন্ধ করে দেওয়া হয়। এরপরও গোডাউনের বাইরে অসংখ্য কার্ডধারী লাইনে দাঁড়িয়ে ছিলেন। তারা পণ্য না পেয়ে গোডাউনের সামনে যশোর—চুকনগর সড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখেন। এ সময় সড়কের দু’পাশে যাত্রীবাহী বাসসহ অসংখ্য যানবাহন আটকা পড়ে দুর্ভোগে পড়ে মানুষ।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। এ সময় উপস্থিত হন, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ।

বিক্ষুদ্ধ কার্ডধারীদের উদ্দেশ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ বলেন, কার্ড থাকার পরও যারা পণ্য পাননি তারা পৌরসভায় গিয়ে তথ্য দিলে তালিকা অনুযায়ী এক সপ্তাহের ভেতর টিসিবির পণ্য দেওয়ার ব্যবস্থা করা হবে।

টিসিবির ডিলার আব্দুল বারিক বলেন, তাকে পৌরসভার এক, সাত, আট ও নয় নম্বর ওয়ার্ডে নির্ধারিত ৬০৫টি কার্ডধারীর ভেতর পণ্য বিতরণের জন্য মালামাল দেয়া হয়। ৫৪০ টাকা মূল্যের এ পণ্যের প্যাকেজে ছিল পাঁচ কেজি চাল, এক কেজি চিনি, দুই কেজি ডাল ও দুই লিটার তেল।

কিন্তু দুপুর একটার দিকে ৬০৫টি কার্ডের পণ্য কার্ডধারীদের মাঝে বিতরণ হয়ে যায়। নতুন কার্ডধারীদের জন্য পণ্য বরাদ্দ না থাকলেও তারা উপস্থিত হন। পণ্য না থাকায় গোডাউন বন্ধ করে দেওয়া হয়।

 

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন